03222 236511 / 03222 236513

  principal.ngc05@gmail.com / info@ngc.ac.in

Govt. General Degree College, Narayangarh
Affiliated to Vidyasagar University
Rathipur, Narayangarh, West Bengal, India, 721437

Department Of Bengali

মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। জন্মসূত্রে বাংলা ভাষাই আমাদের মাতৃভাষা। খ্রিস্টিয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত চরযাপদ থেকে বাংলা সাহিত্যের বিস্তার। সেই সময় থেকে রচিত সাহিত্যসম্ভার বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। বাংলা ভাষা ও সাহিত্যকে বুঝতে জানতে গেলে তার প্রবেশদ্বার হিসেবে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সাম্মানিক কোর্সটি অন্যতম সহায়ক হিসেবে কাজ করে।

রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, মানিক, তারাশঙ্কর, জীবনানন্দ, বিষ্ণু দে থেকে আরম্ভ করে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় দের দ্বারা সমৃদ্ধ এই সাহিত্য আরও অনেক লেখকের বর্ধমান। সাহিত্যিকদের জাদু কলমে মানব মনের ক্রিয়াশীল জগতের খোঁজ পেতে হলে এই বিষয়টি অবশ্য পাঠ্য। বাংলা ভাষার ক্রমবিবর্তনের ইতিহাসকে জানতে ও বুঝতে গেলে এই বিষয়টি আপনাকে অবশ্য পাঠ করতে হবে।

বাংলা ভাষার বিভিন্ন দিকগুলির উপর আলোকপাত, গবেষণার সম্ভাবনাগুলি নিয়ে আলোচনা ইত্যাদি বিষয় বিভাগে অধ্যাপকদের দ্বারা আলোচিত হয়। ভাষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ করাই আমাদের ভবিষ্যতের লক্ষ্য।